সংবাদ একলব্য, ৩রা অক্টোবর: কোচবিহারের দিনহাটার CIRCLE সংস্থা আয়োজিত YOUR PRESENT TALENT RESEARCH BY CIRCLE (YPTRC) [Talent search cum Scholarship exam] পরীক্ষার দিনক্ষন ঘোষনা করলো আজ। গত মার্চ মাস থেকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ফর্ম পূরন শুরু হয়। ধাপে ধাপে সব ক্রিয়াকর্ম শেষ করে এদিন একটি প্রেস বিবৃতিতে সংস্থার মূখ্য কার্যনির্বাহী আধিকারিক (C.E.O.) আরিফ হোসেন জানান, আগামী ২০ই অক্টোবর ২০১৯ তারিখ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় পরীক্ষার্থীদের নির্ধারিত সেন্টারে রিপোর্টিং করাতে হবে। এরপর ১১টা ৩০ মিনিট থেকে পরীক্ষা আরম্ভ হবে বলে জানান তিনি। পরীক্ষাটি একটি ভিন্নধর্মী পরীক্ষা। পুরোপুরি চাকুরির পরীক্ষার আদলে উত্তর করতে হবে OMR SHEET এ। এপ্রসঙ্গে তিনি জানান, ছাত্র ছাত্রীদের এখন থেকেই অভ্যাস হলে ভবিষ্যৎ এ চাকরির পরীক্ষায় অসুবিধা হবে না। অ্যাডমিট কার্ড বিতরন আরম্ভ হয়ে গেছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে আবেদন গ্রহনের ম্যাসেজ পাঠানো হয়েছে বলে জানা গেছে। পরীক্ষার্থীরা যে যেখানে আবেদন করেছে সেখান থেকেই প্রবেশপত্র গ্রহন করতে পারবে।
এছাড়াও, সার্কেল শিক্ষা, সংস্কৃতি উন্নতির সাথে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। সামাজিক কার্যক্রম ও সামাজিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এমাস থেকেই আরম্ভ হলো সার্কেল আয়োজিত প্রতিযোগিতার আসরের আবেদন পত্র গ্রহন। আবৃত্তি, অঙ্কন, হাতের লেখা, নৃত্য, বিতর্ক, কুই্যজ, প্রবন্ধ লিখন ও কবিতা লিখন প্রতিযোগিতা রয়েছে। বিস্তারিত জানতে www.circleoffice.tk ওয়েবসাইট এ ক্লিক করুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊