ভারত বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক বানিজ্যিক বাজার চ্যাংরাবান্ধা জিরো পয়েন্টে এক রোগীর পরিবারকে চিকিতসার জন্য বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসবার সময় ১ লা অক্টোবর ২০১৯ ইং তাং চ্যাংরাবান্ধা কাস্টমস ইনস্পেক্টার বিশ্বাস বাবুর দ্বারা হেনস্থার শিকার হন বলে অভিযোগ ।
করিমুল বাবু জানান সেদিন একটি রোগীর ফোন আসে উনি চ্যাংরাবান্ধা সীমান্তে আছেন এবং বলেন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, করিমুল বাবুর সেই ফোনালাপ বিরক্তিকর মনে করে কাস্টমস ইন্সপেক্টর বিশ্বাস বাবু ক্রদ্ধ আচরণ করেন বলে অভিযোগ তুলেন পদ্মশ্রী করিমুল হক।
পদ্মশ্রী করিমুল বাবুর প্রতি এই দুর্ব্যবহারে দুঃক্ষ ও অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের বন মন্ত্রী তথা কোচবিহার জেলার তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন, স্থানীয় মেখলিগঞ্জ তৃনমুল কংগ্রেসের ব্লক কনভেনার উদয় রায়, কোচবিহার জেলা পরিষদ এর সদস্যা ফুলতি রায়, ভারতীয় জনতা পার্টির মেখলিগঞ্জ ব্লক সভাপতি দধিরাম রায় প্রমূখ।
করিমুল বাবু জানান সেদিন একটি রোগীর ফোন আসে উনি চ্যাংরাবান্ধা সীমান্তে আছেন এবং বলেন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, করিমুল বাবুর সেই ফোনালাপ বিরক্তিকর মনে করে কাস্টমস ইন্সপেক্টর বিশ্বাস বাবু ক্রদ্ধ আচরণ করেন বলে অভিযোগ তুলেন পদ্মশ্রী করিমুল হক।
পদ্মশ্রী করিমুল বাবুর প্রতি এই দুর্ব্যবহারে দুঃক্ষ ও অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের বন মন্ত্রী তথা কোচবিহার জেলার তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন, স্থানীয় মেখলিগঞ্জ তৃনমুল কংগ্রেসের ব্লক কনভেনার উদয় রায়, কোচবিহার জেলা পরিষদ এর সদস্যা ফুলতি রায়, ভারতীয় জনতা পার্টির মেখলিগঞ্জ ব্লক সভাপতি দধিরাম রায় প্রমূখ।
এ দিকে উত্তর বঙ্গ নস্যসেখ উন্নয়ন মঞ্চের উপদেষ্টা কমিটির সভাপতি পদ্মশ্রী করিমুল হকের হেনস্থার প্রতিবাদে গোলাম নবী আজাদ জানান পদ্মশ্রী করিমুল হক কে চিনেন না এমন কেউ নেই। এটা পরিকল্পিত ভাবে একটা সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর আঘাত হানা শুধু নয় দমিয়ে রাখার প্রক্রিয়া। আমরা ১লা অক্টোবর পদ্মশ্রী করিমুল হকের উপর দুর্ব্যবহারকারি ইনস্পেক্টারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আন্দোলনে নামব এবং যতই অফিসার নাম প্রকাশের অনিচ্ছুক থাকুক না কেন সেই দিনের ঘটনার সময় সীমা অনুযায়ী সি সি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে বের করে তাকে প্রকাশ্যে আনতে হবে।
এ দিকে মেখলিগঞ্জ থানার ও সি রাজু সোনার পুরো বিষয়টা করিমুল বাবুর মুখে শোনেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। পদ্মশ্রী করিমুল হক পুরো বিষয়টা কোচবিহার এস পি কে জানান। উনি যে সময় সীমা দিয়েছেন সেই সময়ের মধ্যে যদি কোন পদক্ষেপ গ্রহণ না করেন তা তিনি চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক সীমান্তের যাবতীয় ঘটনা স্বরাস্ট্র মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে অমিত শাঁ এবং ভারতের প্রধানমন্ত্রীর নিকট তার হেনস্থার বার্তা লিখিত ভাবে জানাবেন বলে জানিয়েছেন করিমূল বাবু।
এ দিকে মেখলিগঞ্জ থানার ও সি রাজু সোনার পুরো বিষয়টা করিমুল বাবুর মুখে শোনেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। পদ্মশ্রী করিমুল হক পুরো বিষয়টা কোচবিহার এস পি কে জানান। উনি যে সময় সীমা দিয়েছেন সেই সময়ের মধ্যে যদি কোন পদক্ষেপ গ্রহণ না করেন তা তিনি চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক সীমান্তের যাবতীয় ঘটনা স্বরাস্ট্র মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে অমিত শাঁ এবং ভারতের প্রধানমন্ত্রীর নিকট তার হেনস্থার বার্তা লিখিত ভাবে জানাবেন বলে জানিয়েছেন করিমূল বাবু।
আক্ষেপের সাথে করিমুল বাবু এ কথাও জানান আমার প্রতি যদি এ রূপ ব্যবহার হয় তা হলে সাধারণ মানুষের উপর কি হতে পারে, চাই না আমার এই সন্মান, চাই না এই পুরস্কার।
এ দিকে চ্যাংরাবান্ধা জুনিয়র বেসিক স্কুলে তাকে নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলে সেখানেও তিনি মাতৃভূমি ভারত ভুমি চ্যাংরাবান্ধা জিরো পয়েন্টে হেনস্থার কথা তুলে ধরেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊