যে শিশু ঠিক মতো দাঁড়াতেই পারেনা সেই গাইছে গান! তাও আবার যে কোনো শিল্পীর গান নয় স্বয়ং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কালজয়ী গান লাগজা গলে কে ফির না আয়ে।


আধ আধ গলায় খাটের উপরে উপুড় হয়ে শুয়ে বিন্দাস ভঙ্গিতে ফুরফুরে মেজাজে গানটি গাইছে শিশুটি। গান গাওয়ার পরেই সোশ্যাল অডিয়েন্সরা রীতিমতো অবাক।  মুহূর্তেই ভাইরাল এই গান।