Latest News

6/recent/ticker-posts

Ad Code

জিয়াগঞ্জ কান্ড নিয়ে যেখানে তথাকথিত বুদ্ধিজীবীরা চুপ- সেখানে গর্জে উঠলেন শঙ্কুদেব

pic: mynation
গত ৮ ই অক্টোবর,২০১৯ মঙ্গলবার বিজয়ার দিনে সকালে সবাই যখন তাদের নিজ নিজ পরিবারের সঙ্গে দুর্গাপূজার আনন্দ উপভোগ করছেন তখন নিঃশব্দে নৃশংসতম খুনের শিকার হন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লেবুবাগানের বাসিন্দা প্রাথমিক শিক্ষক বন্ধুপ্রকাশ পাল। তার সঙ্গে খুন হয়েছেন পরিবারের সকলে অর্থ্যাৎ তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও একমাত্র ছেলে মাত্র ৬ বছরের অঙ্গন পাল। 
নারকীয় হত্যালীলা ও রক্তের হােলিখেলা নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়নি বঙ্গের তথাকথিত বুদ্ধিজীবীদের। তবে এই ঘটনা নিয়ে চুপ থাকতে পারলেন না বিজেপি যুবনেতা শঙ্কদেব পাণ্ডা। উৎসবের মরশুমে এই নরমেধ যজ্ঞ কার্যত অন্তর থেকে নাড়িয়ে দিয়েছে তাঁকে। আর তাই তাঁর চোখের জল আর ক্ষোভের আগুন মিশে গেল কবিতায়। শিক্ষক হত্যার প্রতিবাদে কলম ধরলেন গেরুয়া শিবিরের এই তরুণ তুর্কি।
শুনুন তার প্রতিবাদী সেই কবিতা-


কুমারী পুজো??কন্যাশ্রী..?? 
তুমি তখন উৎসব আমি অপেক্ষায়.. 
জন্মানাের আগেই আমি শেষ শব.... 
মায়ের কোলে ছিলাম আমি 
মায়ের কোলেই আছি.. 
বাঁচা মরার ফারাক শুধু 
মরেই বেঁচে গেছি....
তােমার মুখে হাজার আলাে আমি তখন শেষ.. 
তুমি তখন মুখ্যমন্ত্রী আমি শুধুই একটা কেস...
বাবা মায়ের পাশে তখন ভাইটা আমার পরে.. 
মরা গর্ভে বাঁচার লড়াই যাচ্ছিলাম তাে লড়ে....
আলােয় ভরা লাল রাস্তায় কার্নিভ্যালের ঢেউ.. 
গর্ভে মরা দুর্গা টার খবর নিলে কেউ??

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code