মিঠুন শর্মাঃ 
জিরানপুর একাদশী মেলা থেকে ফেরার পথে দু বাইক আরোহী কেত্তিকুরা (দিনহাটা-বলরামপুর রোড) তেপথির কাছে একটি দাঁড়িয়ে থাকা মেজিক গাড়িতে সজোরে ধাক্কা দিয়ে ছিটকে পরে। আহত দুইজনের নাম ঠিকানা জানা যায়নি। সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছেছেন।  গুরুতর অবস্থায় দিনহাটা হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে। পথে মারা যায় একজন। নাম জানা গেছে সঞ্জয়। বাড়ি নাজিরহাট। বিস্তারিত সংবাদ নিয়ে আসছি।
দেখুন ভিডিওতে-