গত ৮ ই অক্টোবর,২০১৯ মঙ্গলবার বিজয়ার দিনে সকালে সবাই যখন তাদের নিজ নিজ পরিবারের সঙ্গে দুর্গাপূজার আনন্দ উপভোগ করছেন তখন নিঃশব্দে নৃশংসতম খুনের শিকার হন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লেবুবাগানের বাসিন্দা প্রাথমিক শিক্ষক বন্ধুপ্রকাশ পাল। তার সঙ্গে খুন হয়েছেন পরিবারের সকলে অর্থ্যাৎ তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও একমাত্র ছেলে মাত্র ৬ বছরের অঙ্গন পাল।
শিক্ষকের মৃত্যু নিয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন- বিজেপির অন্তর্দ্বন্দে শিক্ষকের মৃত্যু হয়েছে । এই কথা নিয়ে ক্ষুভে ফুঁসছেন বন্ধুপ্রকাশ পালের দাদা- কি বললেন তিনি, শুনে নিন ভিডিওতে-