Latest News

6/recent/ticker-posts

Ad Code

চ্যাংরাবান্ধায় অভিনীত হল প্রয়াস নাট্যগোষ্ঠীর 'বিপন্ন বসন্ত'



মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার বেসিক জুনিয়ার স্কুলের সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর শুভ উদ্বোধন করেছিলেন মেখলিগঞ্জ রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ শ্রীমত স্বামী ওঁকারাত্মানন্দ মহারাজ।  গতকাল পূজা উপলক্ষে প্রয়াস নাট্যগোষ্ঠীর 'বিপন্ন বসন্ত' নাটক অভিনীত হয়। 
শিউলির অভিনয় দর্শকের মনকেড়ে নেয়। ত্রিকোণ প্রেমের সম্পর্ক এবং বেকারত্বের যন্ত্রণা নিয়ে জটিল সমাজ জীবনের জীবন্ত চিত্র ফুটে উঠে এই নাটকে। 
কাজল চরিত্রে রানা সরকার, শিউলি চরিত্রে কোয়েল রায় প্রামাণিক, কাজলের মা চরিত্রে দিপালী রায় প্রামাণিক, সৌম্য চরিত্রে প্রণব কুমার রায়, পুলিস ইন্সপেক্টর চরিত্রে দুলাল দাসের অভিনয় ছিল নজর কাড়া। 
সব মিলিয়ে 'বিপন্ন বিস্ময়' নাটক নিয়ে এদিন জুনিয়ার স্কুলের সর্বজনীন দুর্গোৎসব বেশ জমজমাট হয়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code