ব্যাংকিং ইতিহাসের শুরু থেকেই এর সাথে প্রতারণা শব্দটি জড়িত। প্রতারণা সংক্রান্ত অনেক ঘটনাই আছে। যেমন,কর্মকর্তার অর্থ আত্মসাৎ করা, নিজের হিসাব নম্বরে ব্যাংকের টাকা স্থানান্তর করা ও আরো বিভিন্ন ধরনের জালিয়াতির সাথে জড়িত থাকা। এসোসিয়েশন অফ সার্টিফাইড ফ্রড ইক্সামিনার (এসিএফই) এর একটি রিপোর্টে বলা হয় যে, প্রতি বছর সারা বিশ্ব প্রতারণার জন্য শতকরা প্রায় ৫ ভাগ রাজস্ব থেকে বঞ্চিত হয়। ২০১১ সালে প্রতারণার ফলে ৩.৫ ট্রিলিয়ন ইউএস ডলারের ক্ষতি হয়েছে। রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) প্রতারণার ঝুঁকি নিয়ে গবেষণামূলক কাজ করছে।

অগণিত অর্থের লেনদেনের জন্য ব্যাংক সবসময়ই প্রতারকদের কাছে স্বর্গ। ব্যাংকিং খাতে প্রতারণার বেড়ে যাওয়ার অন্যতম কারণ হল প্রযুক্তির ব্যবহার। আরবিআই এর মতে, ২০১২-১৩ সালে প্রতারনাজনিত কারণে ১.৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল যা ২০০৯-১০ এর তুলনায় ৪ গুণ বেশি। শতকরা ৬৫ ভাগ প্রতারণার ঘটনা প্রযুক্তিগত কারণে হয়ে থাকে অর্থাৎ এটিএম, ক্রেডিট কার্ড বা আন্ত: ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে।

যতদিন যাচ্ছে তত প্রতারনার পদ্ধতির পরিবর্তন হচ্ছে। এইবার মেইল বা এস এম এস করে জানানো হচ্ছে- 
"Dear Sir,
You have been approved an income tax refund of Rs. 15,490 / -, the amount will be credited to your account shortly.  Please verify your account number 5XXXXX6755.  If this is not correct, please update your bank account information by visiting the link below.  https://bit.ly/20wpYK6

আর যদি ভুল করেও এই লিঙ্কে ক্লিক করে বসেন তো সর্বস্বান্ত হতে দেরি হবে না। তাই সাবধান থাকুন এই ধরণের এস এম এস বা মেইল থেকে।