Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রতিবাদ, প্রতিরোধে উত্তাল পটিয়ার রাজপথ


সংবাদ একলব্য
(বাংলাদেশ) 
পটিয়ার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব সামশুল হক চৌধুরী ও বাংলাদেশ আওয়ামীলীগ উপ অর্থ ও পরিকল্পনা কমিটির সংগ্রামী সদস্য নাজমুল করিম চৌধুরী শারুন এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সকল নীলনকশা কঠোরভাবে প্রতিরোধের উদ্দেশ্যে শেখ কামাল স্মৃতি সংসদের উদ্দ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি ও বাংলাদেশ আওয়ামিলীগ এর উপ অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য নাজমুল করিম চৌধুরী শারুন কে নিয়ে সম্প্রতি মিডিয়ায় ভাইরাল বিভিন্ন বিষয়কে ষড়যন্ত্রমূলক ও নীলনকশা বলে আক্ষায়িত করে বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে পটিয়া শেখ কামাল স্মৃতি সংসদ। এসময় শেখ কামাল স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা ও পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শওকত হোসেন রাসেল, পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সম্পাদক আবদুল আজিজ, হাইদগাও বঙ্গবন্ধু সংসদের সভাপতি মহিউদ্দিন সাগর, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক স্কুলছাত্র বিষয়ক সম্পাদক আজিজুল হক জীবন, রোনেল, অভি, বিপু, খোরশেদ, জুবায়েদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা মিছিল নিয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে শুরু করে বাস স্ট্যান্ড এলাকা পর্যন্ত প্রদক্ষিন করে আসে। প্রতিবাদ সভায় বক্তারা আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি ও নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেয়ার আহব্বান জানান এবং যে কোন ধরনের নীলনকশার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ হবে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code