রঞ্জিত ঘোষ, বাঁকুড়া , ৮ অক্টোবরঃ
সারা বাংলা জুড়ে যখন শারদ উৎসবে মাতোয়ারা বাঙালি , ঠিক তখনই মাথায় আকাশ ভেঙে পড়লো গঙ্গাজলঘাঁটির গোয়ালডাঙা গ্রামের ঘোষ পরিবারে । অন্য দের মতোই এই ঘোষপরিবার পুজোর আনন্দে সামিল হয়েছিল , কিন্তু পুজোর অষ্টমীর দিন যখন খবর এলো পরিবারের বড়ো ছেলে আশিষ কুমার ঘোষ এর মৃত্যু হয়েছে , তখন সেই আনন্দ মুহূর্তে বিষাদের রূপ নিলো ।
স্থানীয় সূত্রে জানা যাচেছ , নদীয়া বাংলাদেশ সীমান্তে টহলদারি অবস্থায় অষ্টমীর দিন (রবিবার ) বজ্রপাতে মৃত্যু হয় ওই বিএসএফ জওয়ান বছর পঁয়ত্রিশের আশিষকুমার ঘোষের । এর ফলে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে ।
মঙ্গলবার গঙ্গাজলঘাঁটি থানা গোড়া থেকে শোভাযাত্রার মাধ্যমে আশিষকুমারের দেহ নিয়ে আসা হয় গোয়ালডাঙ্গা ফুটবল ময়দানে । তার পর সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় । এবং আশিষকুমারের শেষকৃত্য সম্পন্ন করা হয় ।
বিস্তারিত দেখুন ভিডিওতে-
স্থানীয় সূত্রে জানা যাচেছ , নদীয়া বাংলাদেশ সীমান্তে টহলদারি অবস্থায় অষ্টমীর দিন (রবিবার ) বজ্রপাতে মৃত্যু হয় ওই বিএসএফ জওয়ান বছর পঁয়ত্রিশের আশিষকুমার ঘোষের । এর ফলে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে ।
মঙ্গলবার গঙ্গাজলঘাঁটি থানা গোড়া থেকে শোভাযাত্রার মাধ্যমে আশিষকুমারের দেহ নিয়ে আসা হয় গোয়ালডাঙ্গা ফুটবল ময়দানে । তার পর সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় । এবং আশিষকুমারের শেষকৃত্য সম্পন্ন করা হয় ।
বিস্তারিত দেখুন ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊