আজ বিজয়া দশমী৷ দেখতে দেখতে কেটে গেল ৫টা দিন৷ এবার বিদায়ের পালা৷ দশমীর সকাল থেকেই মন খারাপের সুর চারিদিকে৷ মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলার প্রস্তুতি৷ 

হিন্দু বিবাহ রীতিতে সিঁদুরদান লৌকিক আচার মাত্র হলেও সুপ্রাচীন কাল থেকে বিবাহিত নারীরা স্বামীর মঙ্গলকামনায় সিঁথিতে সিঁদুর পরতেন। দেবী দুর্গাও বিবাহিত নারী হিসেবে সিঁদুর ব্যবহার করেন। দুর্গা পুজোয় যে যে উপচার দেবীকে দান করতে হয়, তার মধ্যে সিঁদুর রয়েছে। ‘‘সর্বলোকের রঞ্জন পরমসৌন্দর্যযুক্ত সিন্দুর তিলক তোমার কপালকে মণ্ডিত করুক’’— এই বলে দেবীর কাছে প্রার্থনা জানানো হয়।

আসলে বিজয়ার যে ছবিটা আমাদের চোখের সামনে ভাসে, তা হল— প্রতিমার চলে যাওয়া। মা দুর্গা পুজো পান দেবী রূপে, বিদায় নেন কন্যা রূপে। বিদায় বেলায় এয়োস্ত্রীরা নতুন বস্ত্রে বরণ করেন দেবীকে। দেবীবরণ শেষে নিজের স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় সিঁদুর খেলেন বিবাহিত মেয়েরা।

আলিপুরদুয়ার যুবসমাজ কালচারাল ক্লাবের সিঁদুর খেলার দৃশ্য আপনাদের সামনে- দেখতে ভিডিওটিতে ক্লিক করুন-