
২০২৪ সালের অলিম্পিকের আসর বসতে চলেছে ফ্রান্সের মাটিতে। সেই অলিম্পিক ও প্যারা অলিম্পিকের নতুন প্রতীক প্রকাশ করল অলিম্পিক আয়োজক কমিটি। ওই প্রতীকের মধ্যে রয়েছে স্বর্ণপদক, অলিম্পিকও প্যারা অলিম্পিকের সোনালি অগ্নিশিখা এবং রয়েছে মারিয়ান। ১৭৮৯ সালে র ফরাসি বিপ্লবের প্রতীক সে। প্যারিস অলিম্পিকের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ার করা হয়। কিন্তু এই নতুন লোগো নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক।
La médaille, la flamme, Marianne.
Voici le nouveau visage des Jeux Olympiques et Paralympiques de #Paris2024
The medal, the flame, Marianne
Here is the new face of the Olympic and Paralympic Games of #Paris2024
10.7K people are talking about this
ওয়েশ.কম-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কোনও কোনও নেটিজেন ওই লোগোর মধ্যে রাগী মহিলার মুখ দেখতে পাচ্ছেন, যে ম্যানেজারের সঙ্গে কথা বলতে চায়।
অনেকে মজা করে বলছেন এটি টিন্ডার ডেটিং অ্যাপের লোগোর মতো দেখতে। কেউ কেউ আবার এর মধ্যে ‘ফ্রেন্ডস' সিরিজের বিখ্যাত চরিত্র ‘র্যা চেল গ্রিন'-কে খুঁজে পেয়েছেন।
‘মার্কেটওয়াচ.কম'-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্যারিস অলিম্পিকের কমিশনের প্রধান পদাধিকারীর পক্ষ থেকে এক বিবৃতিতে ওই লোগো সম্পর্কে জানানো হয়েছে, ‘‘স্বর্ণ পদক, অলিম্পিকের অগ্নিশিখা ও মারিয়ান একসঙ্গে মূল্যবোধ, ইতিহাস ও ফরাসি স্পর্শ এনে দিচ্ছে, যা এই অলিম্পিক গেমসে সত্যিই স্পেশাল করে তোলে। আমি বিশ্বাস করি এই উদ্ভাবনী নকশা দ্রুতই সারা বিশ্বে সকলেই চিনতে পারবেন এবং ২০২৪ অলিম্পিকের এক চমৎকার আহ্বায়ক হয়ে উঠবে এটি।''
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊