Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগে মানুষের জীবন তার পর অর্থ-এক অন্যধরনের নার্সিং হোম


সান্ততু দেঃ
অধিকাংশ সময় আমারা দেখি দুস্থ পরিবারের মানুষ অর্থের অভাবে নিজেদের পরিজনকে ঠিক সময় ভালো চিকিৎসা না করাতে পেরে চিরজীবনের জন্য হারিয়ে ফেলে। ব্যায়বহুল চিকিৎসার জন্য অনেকক্ষেত্রে এইধরনের সমস্যায় পড়তে দেখা যায় অনেককেই। 

এই বেদনাদায়ক ঘটনাকে মাথায় রেখে আলিপুরদুয়ারের এক বেসরকারি নার্সিং হোম পালস সঞ্জীবনী নার্সিং হোম চালু করল সব ধরনের অপারেশনের জন্য সহজ সাপ্তাহিক ও মাসিক কিস্তির।  
নার্সিং হোমের কর্মকর্তাদের কথা-আগে মানুষের জীবন তার পর অর্থ। তাই অপারেশন হয়ে যাওয়ার পর তারা তাদের অর্থ পরিশোধ করবে সহজ কিস্তিতে।এমনকি এইজন্য কোনরকম সুদও দিতে হবে না।  
তাদের এই চিন্তা-ভাবনাকে সমাজের  সর্ব স্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code