10 হাজার টাকার মাসিক বেতনের সরকারি নির্দেশ কে কার্যত বুড়ো আঙুল দেখালো রাজ্যশিক্ষা দপ্তর তথা কোম্পানি-এমনই অভিযোগ West Bengal School Computer Teachers Welfare Association এর। রাজ্যের আইসিটি প্রকল্প অনুযায়ী মাসিক দশ হাজার টাকা বেতন বরাদ্দ হলেও বেসরকারি সংস্থা দ্বারা নিয়োগ করা চুক্তি ভিত্তিক কম্পিউটার শিক্ষকরা এখন হাতে পাবেন ৮ হাজার টাকা।
আইসিটি প্রকল্পের আওতাভুক্ত স্থায়ীকরণ, বিষয় ভিত্তিক সিলেবাস এবং সাম্মানিকের দাবিতে বিকাশ ভবন অভিযানে একাধিকবার সামিল হয়েছিলেন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের হাজার খানেক চুক্তি ভিত্তিক কম্পিউটার শিক্ষকরা।
কম্পিউটার শিক্ষকদের বেতন দেয় একটি ঠিকাদার সংস্থা। ফলে ওই শিক্ষকরা সরাসরি রাজ্যের অধীনে নেই। সরকার ঠিকাদার সংস্থাকে নির্দিষ্ট টাকা দেয়। তারাই কম্পিউটার শিক্ষকদের বেতন দেয়। কিন্তু ঠিকাদার সংস্থা প্রাপ্য বেতন থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করে আসছিলেন শিক্ষকরা।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে বেতন কাঠামোর পর্যালোচনা করতে হবে ঠিকাদার সংস্থাকে। দ্রুত মেটাতে হবে বকেয়া। বাড়াতে হবে বেতন। এই বিষয়ে নির্দেশ ও প্রকাশিত হয়।
আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এখানে ক্লিক করুন
১৪ আগস্টের এই নির্দেশ অনুসারে যে বেতন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তা কোম্পানি মেনে নিতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন। আজ West Bengal School Computer Teachers Welfare Association এর একটি প্রতিনিধিদে দলকে একথাই জানানো হয় বলে অভিযোগ। তাই পুনঃরায় বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনার রয়েছে বলে সংগঠনের পক্ষথেকে জানানো হয়। বিস্তারিত শুনুন ভিডিওতে-
১৪ আগস্টের এই নির্দেশ অনুসারে যে বেতন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তা কোম্পানি মেনে নিতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন। আজ West Bengal School Computer Teachers Welfare Association এর একটি প্রতিনিধিদে দলকে একথাই জানানো হয় বলে অভিযোগ। তাই পুনঃরায় বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনার রয়েছে বলে সংগঠনের পক্ষথেকে জানানো হয়। বিস্তারিত শুনুন ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊