আরিফ হোসেন, গিতালদহ, ১৪ই অক্টোবর: সীমান্তবর্তী এলাকা গিতালদহের নবনী গ্রামে এদিন গিতালদহ ২নং গ্রাম পঞ্চায়েতের ভি আর পি -দের ডেঙ্গু সচেতনা ও এনকেফোলাইটিস সচেতনাতা শিবির এবং ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী পালিত হল। জানা গেছে প্রতি মাসের ২০দিন করে প্রত্যেকটি গ্রামে গ্রামে এই কর্মসূচী চলবে, এদিন ছিল মাসের পঞ্চমদিন। ডেঙ্গু রোগ প্রতিরোধে মানুষের কি করণীয় তা গ্রামাঞ্চলের মানুষদের বোঝানো হয় এদিন। এলাকার পরিত্যক্ত জলজমা এলাকা ঝোপ ঝাড়ে এদিন মশা মারার কীটনাশক ও ব্লিচিং পাউডার ছড়ানো হয়।
এরুপ উদ্যোগে এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছে। এদিন উপস্থিত ছিলেন ডেঙ্গু রোগ প্রতিরোধ কমিটির সভাপতি ইয়াসিন আলী সহ অনেকেই। উপস্থিত আনোয়ার হোসেন জানান, এই কীটনাশক ও ব্লিচিং পাউডার ছড়ানোর ফলে চারিদিকে মশার উপদ্রব কমবে। যেভাবে অন্যান্য জেলাসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু দেখা দিয়েছে এতে মানুষ বেশ চিন্তিত তাই এরুপ উদ্যোগে তারাও যথেষ্ট নিশ্চিন্ত হবে এবং এর প্রকোপ থেকে রক্ষা পাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊