সংবাদ একলব্যঃ পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু ৫ জনের, আহত ২ জন। দীপাবলির দিনে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ ও ইটাহার থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।  আহতদের আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন যানজটে অবরুদ্ধ হয়ে পরে ৩৪ নম্বর জাতীয় সড়ক। ইটাহার ও রায়গঞ্জ এই দুই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  পরিস্থিতি স্বাভাবিক করে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার ও রায়গঞ্জ থানার পুলিশ।




স্থানীয়সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাঙ্গার চেকপোস্ট থেকে একটি টোটো তিনজন যাত্রী নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মারনাই ফিরছিল।  মারনাই মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে রায়গঞ্জের দিক থেকে আসা একটি লড়ির সাথে টোটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। লড়ির চালক ঘটনাস্থল থেকে লড়ি নিয়ে পালিয়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালকসহ দুজনের। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এই ঘটনায় মারনাই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। মৃতদেহ তিনটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে একটি স্কুটিতে  ৩ জন রায়গঞ্জ থানার রুপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায়  উল্টো দিক থেকে আসা একটি লড়ির সাথে তাদের স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ১ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়না তদন্তের রায়গঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘাতক লড়ি পলাতক। দুটি পৃথক পথ  দুর্ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।