সদ্য সমাপ্ত মহারাষ্ট্র নির্বাচনে মধুর জয় পাওয়ার আশ্বাসে মাতোয়ারা রাজ্য বিজেপি। তাই ভোট গণনার একদিন আগেই বুধবার ৫০০০ লাডডু (Laddoos) এবং অসংখ্য মালার জন্য বিশাল অর্ডার দিয়েছে গেরুয়া দল। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে যে মুম্বইয়ে বিজেপি সদর দফতর প্রাঙ্গণে একটি বিশাল স্ক্রিনও তৈরি করেছে তাঁরা, যাতে সমর্থকরা ভোটগণনার প্রতি মিনিটের ফলাফল সরাসরি প্রত্যক্ষ করতে পারেন। তাঁরা ভোটের ফলাফল ঘোষণার আগেই আনন্দে মেতেছেন কেননা এক্সিট পোলগুলি বিজেপি-শিবসেনা জোটের জয়েরই পূর্বাভাস দিয়েছে। যদিও TV-9 Marathi দাবি করেছে যে বিজেপি-শিবসেনা জোট রাজ্যের ২৮৮ আসনের ১৯৭ টিতে জয়লাভ করবে, CNN News 18 জানিয়েছে ওই জোট ২৪৩টি আসনে জয় পাবে। ১১ টি এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী গতবারের ২১৭ টি আসনের তুলনায় সামান্য কম ২১১টি আসনে জয় পাবে বিজেপি-শিবসেনা জোট।
প্রারম্ভিক নির্বাচনের প্রবণতা অনুযায়ী মহারাষ্ট্রে এগিয়ে রয়েছে বিজেপি-শিবসেনা জোটই। ফলে যত তাড়াতাড়ি সম্ভব দক্ষিণ মুম্বইয়ের দলীয় সদর দফতরে পৌঁছতে বলা হয়েছে রাজ্যের বিজেপি কর্মীদের। গণনার ফলাফলের উপর নির্ভর করে উদযাপন বিকেল নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা। "আমরা জানি যে আমরা ক্ষমতায় ফিরছি। আমরা কেবল সেই জয়ের আসন সংখ্যা সম্পর্কে জানতে আগ্রহী" পিটিআইকে বলেন গেরুয়া দলের এক নেতা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊