Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুঃসময় -তাইমুর রহমান বাপ্পা


দুঃসময়
তাইমুর রহমান বাপ্পা

বড় দুঃসময় চলছে আজ।
চারিদিকে নৈরাজ্যের তান্ডবলীলা।
ক্ষমতার দর্পে শুধুই প্রানপাত ।
মানুষই আজ মানুষের বড় শত্রু।
রাজনীতির বিষবাষ্পে আজ
আকাশ বাতাস জর্জরিত।
কান পাতলেই শোনা যায়,
অসহায় মানুষের কান্নার সুর।
সন্তানহারা মায়ের বুকফাটা আর্তনাদ!
আর ঐ কিছু মান্য গণ্য নেতাগণ
সত্যি আজ বড্ড মুখোশধারী।
যাঁদের অবদানটা সমাজে
বনস্পতির ন্যায়।
যে বনস্পতির ছত্রছায়ায়
পালিত মানুষরূপী কিছু জন্তু জানোয়ার।
হেথায় পরিপুষ্ট সন্ত্রাসবাদী,
তোলাবাজ, ধর্ষক আর
প্রাণনাশকারী হায়নার দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code