দুঃসময়
তাইমুর রহমান বাপ্পা
বড় দুঃসময় চলছে আজ।
চারিদিকে নৈরাজ্যের তান্ডবলীলা।
ক্ষমতার দর্পে শুধুই প্রানপাত ।
মানুষই আজ মানুষের বড় শত্রু।
রাজনীতির বিষবাষ্পে আজ
আকাশ বাতাস জর্জরিত।
কান পাতলেই শোনা যায়,
অসহায় মানুষের কান্নার সুর।
সন্তানহারা মায়ের বুকফাটা আর্তনাদ!
আর ঐ কিছু মান্য গণ্য নেতাগণ
সত্যি আজ বড্ড মুখোশধারী।
যাঁদের অবদানটা সমাজে
বনস্পতির ন্যায়।
যে বনস্পতির ছত্রছায়ায়
পালিত মানুষরূপী কিছু জন্তু জানোয়ার।
হেথায় পরিপুষ্ট সন্ত্রাসবাদী,
তোলাবাজ, ধর্ষক আর
প্রাণনাশকারী হায়নার দল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊