নিজস্ব সংবাদ দাতা, নিগমনগর,  14 - সেপ্টেম্বর :

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের  বড়শাকদল  ও নিগমনগর  বিজ্ঞান  সভার  উদ্যোগে  এবং ' কোচবিহার স্নেক রেসকিউ  ওয়েলফেয়ার  অর্গানাইজেশন  এর সহযোগিতায়    নিগমনগর  নিগমানন্দ  সারস্বত  বিদ্যালয়ে সাপ বিষয়ক  সচেনতা শিবির  ও কুসংস্কার বিরোধী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো । সাপ  বিষয়ক সচেতনতার আলোকপাত করেন তপন কুমার  দেব। কুসংস্কার বিরোধী কিছু  অনুষ্ঠানও হয়।  

অনুষ্ঠান চলাকালীন   বিজ্ঞান  মঞ্চের  সদস্যরা   সমাজে কিছু  অসাধু ব্যক্তিরা  বুজরুকির  মাধ্যমে   সমাজ  কে  কলুষলিত   করে  চলে ছে  সে বিষয়ে   ছোট্ট  একটি  ম্যাজিক শো  মঞ্চস্থ  করেন 
ছাত্র ছাত্রী  দের  এ বিষয়ে  সচেতন  করে  তোলেন।  এছাড়াও অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন বিজ্ঞান  বিভাগের শিক্ষক  ভাস্কর  দাস  মহাশয়। মহকুমা এবং জেলার বিজ্ঞান কর্মী  দীপক পাল মহাশয় বড়শাকদল  বিজ্ঞান   সভার  সভাপতি মহাশয়  ও সদস্য দের মধ্যে  ছিলেন  স্বপন বর্মন  নিটোন কুমার রায়  অসীম  বর্মন  সঞ্জীব কর্মকার  ও আরো অনেকে।   
এই অনুষ্ঠানকে ঘিরে  ছাত্র ছাত্রী  দের মধ্যে  উৎসাহ ও উদ্দীপনা চোখে  পড়ার মতো । অনুষ্ঠান  শেষে  ছাত্র ছাত্রী  দের  মধ্যে সাপ বিষয়ক সচেতনতা  শিবিরের  হ্যান্ডবিল  বিলি  করা হয়। 

ভিডিও নিউজের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে-