Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাথমিক বিদ্যালয়ে জীর্ণ দশা সিতাইয়ে, যে কোন মুহূর্তে ঘটতে পারে বিপদ-নিরব প্রশাসন


 সংবাদ একলব্য, ১৪ সেপ্টেম্বরঃ

স্কুলের চাল নাই,বৃষ্টি এলেই ভিজতে হয় সিতাইয়ের এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের।  জানা যায় প্রশাসনের কাছে  জানানোর পরেও কর্ণপাত করেনি প্রশাসন। পুর্ব ভারালি গুয়াতিটারি এম এস কে স্কুল, পুর্ব ভারালি, সিতাই, কোচবিহার অবস্থিত। বিদ্যালয়ের এমনি বেহাল অবস্থা, যে কোন সময় বড়সর বিপদ ঘটে যেতে পারে । 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপ্তি রায় জানান দীর্ঘ কয়েক বছরে ধরে ছাত্র ছাত্রীদের নিয়ে অসুবিধায়  ভুগতে হচ্ছে।
এই বিষয়ে সিতাই কেন্দ্রের বিদ্যালয় পরিদর্শক শ্রী মিঠুন বর্মনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি নিয়ে খোঁজ নেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code