Latest News

6/recent/ticker-posts

Ad Code

"সিঞ্চান কার্টুন" প্রেমি বাচ্চাদের কাছে দুঃসংবাদ

"সিঞ্চান কার্টুন" প্রেমি বাচ্চাদের কাছে দুঃসংবাদ, তার অকাল প্রয়াণ এ সকলে শোকাহত।তার গলার স্বর তার ফ্যান দের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এটাই আশা করা হচ্ছে।
তাইওয়ান সংবাদ মাধ্যম থেকে জানা গেছে যে মৃত্যুর আগে তার চতুর্থ স্টেজ এর ক্যান্সার ধরা পড়েছিল।চিকিত্সা বলতে সেরম কিছুই করতে পারা যায়নি তার। তার আগেই গত সোমবার সে দেহত্যাগ করেন।তার কণ্ঠে র জাদু শুধুমাত্র সিনচ্যান নয় আরো বেশ কিছু শো তে দেখা যায় যেমন:-naruto,detective canan,attack on titan ইত্যদি
তার কাজ এর প্রতি ভালবাসা বারবার লক্ষ করেছে দর্শকমহল।এই ভিডিও তে তার কাজ এর জায়গা দেখানো হয়েছে
সিনচ্যান কার্টুন সিরিজ এর ভক্ত নয় এরম মানুষ বোধহয় খুব ই কম আছেন।এই কার্টুন এর প্রতিটা চরিত্র মানুষ এর মন জয় করে রেখেছে। এবং এই চরিত্র গুলিকে আরো বেশি মনরঞ্জক করে তুলেছিল এর নেপথ্যকন্ঠ শিল্পীরা।সিনচ্যান চরিত্রের নেপথ্যকণ্ঠী শিল্পী র নাম জিয়াং দুহুই। গত সোমবার(১৬ সেপ্টেম্বর) তিনি দেহত্যাগ করেছেন।মৃত্যুকাল এ তার বয়স হয়েছিল ৪৯ বছর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code