ভারতীয় জনতা পার্টির কালিয়াগঞ্জ শহরের মন্ডল এর কার্য 19 sep 2019 বৃহস্পতিবার গঙ্গারামপুরে জবা রায়ের ধর্ষণ ও খুনের প্রতিবাদে একটি মোমবাতি মিছিল এর আয়োজন করেন।

এই ধিক্কার মিছিল সুকান্ত মোড় থেকে শুরু হয়ে বিজেপি পার্টি অফিস পর্যন্ত যায়। ঠিক সন্ধ্যা ছটায় ধিক্কার মিছিল শুরু হয়। গ্রাম ও শহরের সকল স্তরের বিজেপি কার্যকর তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ এর বিজেপি মন্ডল সভাপতি রানা প্রতাপ ঘোষ জেলা পরিষদ প্রার্থী কমল সরকার মহাশয় জেলা মহিলা মোর্চা প্রেসিডেন্ট দোলা মোদক কালিয়াগঞ্জ শহর বিজেপি মহিলা মোর্চা জেনারেল সেক্রেটারি দেবশ্রী রায় ঘোষ প্রমূখ।