সংবাদ একলব্যঃ
স্বল্প খরচে শিক্ষা ও কাজের দাবিতে বারোটি বামপন্থী ছাত্রযুব সংগঠন বৃহস্পতিবার সিঙ্গুর থেকে যে নবান্ন অভিযান শুরু করেছিল, আজ তা হাওড়া স্টেশনের সামনে থেকে নবান্ন অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু এদিন দুপুরে পুলিশ মিছিলকারীদের ওপরে নৃশংস হামলা চালিয়েছে। পুলিশ টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার ছাড়াও ব্যাপক লাঠিচার্জ করে, এতে বামপন্থী ছাত্রযুব নেতৃবৃন্দ সহ বহু ছাত্রযুব আহত হয়েছেন। পুলিশের আক্রমণের পাশাপাশি রাস্তা সংলগ্ন বাড়ির ছাদ থেকেও পরিকল্পনা করে মিছিলকারীদের ওপরে ইটপাথর ছোঁড়া হয়েছে বলেও অভিযোগ। আহত ছাত্রযুবদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর, হাওড়া জেলা হাসপাতাল ও কলকাতায় নিকটবর্তী হাসপাতালগুলিতে তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
স্বল্প খরচে শিক্ষা ও কাজের দাবিতে বারোটি বামপন্থী ছাত্রযুব সংগঠন বৃহস্পতিবার সিঙ্গুর থেকে যে নবান্ন অভিযান শুরু করেছিল, আজ তা হাওড়া স্টেশনের সামনে থেকে নবান্ন অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু এদিন দুপুরে পুলিশ মিছিলকারীদের ওপরে নৃশংস হামলা চালিয়েছে। পুলিশ টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার ছাড়াও ব্যাপক লাঠিচার্জ করে, এতে বামপন্থী ছাত্রযুব নেতৃবৃন্দ সহ বহু ছাত্রযুব আহত হয়েছেন। পুলিশের আক্রমণের পাশাপাশি রাস্তা সংলগ্ন বাড়ির ছাদ থেকেও পরিকল্পনা করে মিছিলকারীদের ওপরে ইটপাথর ছোঁড়া হয়েছে বলেও অভিযোগ। আহত ছাত্রযুবদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর, হাওড়া জেলা হাসপাতাল ও কলকাতায় নিকটবর্তী হাসপাতালগুলিতে তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
আজ একটি প্রেস বিবৃতিতে বামফ্রন্ট সভাপতি বিমান বসু জানিয়েছেন-
"বামফ্রন্টের পক্ষ থেকে ছাত্রযুবদের ওপরে এই পুলিশী হামলার তীব্র নিন্দা করা হচ্ছে। ছাত্রযুবরা তাদের ন্যায্য দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে চেয়েছিলেন। সেই ডেপুটেশন গ্রহণের বদলে গণতান্ত্রিক আন্দোলনের ওপরে যেভাবে বর্বর পুলিশী আক্রমণ নামিয়ে আনা হয়েছে তাকে ধিক্কার জানিয়ে রাজ্যের সর্বত্র প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি। এরাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থার ওপরেই বারংবার হামলা চলছে। তার প্রতিবাদে সর্বত্র সোচ্চার হওয়ার জন্য এরাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন গণতান্ত্রিক নাগরিকদের কাছে আহবান জানাচ্ছি।"
পুলিশের এই আক্রমণের প্রতিবাদে আগামীকাল সারা রাজ্যের সাথে সাথে দিনহাটায় ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন SFI-DYFI এর দিনহাটা শাখা। মিছিল শুরু হবে দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে বলে জানিয়েছেন কমঃ শুভ্রালোক দাস । কি বললেন এসএফ আই রাজ্যসম্পাদক মন্ডলীর সদস্য কমঃ শুভ্রালোক দাস-শুনেনিন ভিডিওতে
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊