Latest News

6/recent/ticker-posts

Ad Code

এন আর সি র নাম করে দালাল চক্র রুখতে মহামিছিল ও স্বারক পত্র প্রদান

আনারুল ইসলাম প্রামাণিক,চ্যাংরাবান্ধাঃ 

আজ উত্তরবঙ্গ নস্যসেখ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে মেখলিগঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক এর নিকট পাঁচ দফা দাবির ভিত্তিতে মহামিছিল ও স্বারক পত্র প্রদান করেন উত্তর বঙ্গ নস্যসেখ উন্নয়ন মঞ্চ। আজ কের এই ডেপুটেশন এ কোচবিহার জেলার সাধারণ সম্পাদক সাহিন আলী সরকার ও কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম নবী আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্যে আনারুল ইসলাম প্রামাণিক, সাহিন হুজুর সহ অঞ্চল ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে আজকে এই ডেপুটেশন ব্যাপক সারা পড়ে।কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম নবী আজাদ  NRC - সচেতনতামূলক আলোচনা করেন সমাবেশে। 

আজ মেখলিগঞ্জ ব্লকে এক হাজারেরও বেশী লোকের জমায়েত দেখতে পাওয়া যায়। প্রত্যেক এলাকায় নস্যসেখ উন্নয়ন মঞ্চের কমিটি গঠন ও সাংগঠনিক আলোচনা বর্ধিত সভা হওয়ার পর আন্দোলন এর কর্মসুচী শুরু হল। গোলাম নবী আজাদ জানান আমরা সমগ্র নস্যসেখ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের স্বার্থে পৃথক নস্যসেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে এই আন্দোলন করে চলছ" *রাজবংশী, নস্য-শেখ শেরশাবাদীসহ সকল ভূমিপুত্র জনজাতিকে মুলনিবাসী ঘোষণার দাবি এবং *NRC বিষয়ে সচেতনতার জন্য ইতিমধ্যেই উত্তর বঙ্গ জুড়ে বিভিন্ন ব্লক ও এস ডি ও এবং জেলাশাসক এর নিকট আন্দোলন এর কাজ দ্রুত গতিতে চলছে। 

আজ মেখলিগঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক এর নিকট যে পাঁচ দফা দাবি পেশ করা হয়, তাহা হল
 ১/ অতি দ্রুত পৃথক উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে। 
২/ নস্যসেখ জনগোস্টিকে তপশিলী জাতিতে অন্তর্ভুক্ত করতে হবে। 
৩/ ১৯৭৪ সালে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাওয়া কোচবিহার জেলার যাবতীয় নথিপত্র (রেকর্ড) কলকাতা আরকাইভ হাউস থেকে এনে প্রত্যেকটা জেলায় এনে বি ডিও ও এস ডি ও অফিসে জনস্বার্থে আনতে হবে।
৪/সরকারি সমস্ত মাদ্রাসা গুলিতে সাইন্স (বিজ্ঞান বিভাগ) কম্পিউটার কোর্স অতিদ্রুত চালু কর‍তে হবে।
৫/ যদি পশ্চিম বঙ্গে এন আর সি হয় তবে নস্যসেখ জনগোষ্টির অন্তর্ভুক্ত সমস্ত সম্প্রদায় কে Original Inhavitent (O I) তর্থ্যে অনুযায়ী মুলনিবাসি ঘোষণা করতে হবে। 

কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম নবী আজাদ জানান এন আর সি র নাম করে দালাল চক্র থেকে সাবধান, কাউকে এক টাকাও দিবেন না। আমরা দায়িত্ব নিয়ে বলছি এন আর সি চালু হউক সত্যতার নিরিখে। আপনাদের পাশে আছি থাকব। দালাল চক্রের ফাঁদে পা দিবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code