Sangbad Ekalavya: ১৯৫২ থেকে শুরু করে প্রতি বছরই পশ্চিমবঙ্গে একটার পর একটা গণআন্দোলন আছড়ে পরেছে। ১৯৫৬ সালের সংযুক্তি বিরোধী আন্দোলন থেকে ১৯৫৮-৫৯ সালের খাদ্য আন্দোলন তাদের মধ্যে অন্যতম। সেদিনের ১লা সেপ্টেম্বর ঐতিহাসিক খাদ্য আন্দোলনের ছাত্র শহীদ স্মরণে আজ নাজির হাট-বড় শাকদল আঞ্চলিক কমিটির পক্ষ থেকে নাজিরহাটে সকাল ১১ টায় শ্বেত পতাকা উত্তোলন ও মাল্যদান করাহয় SFI এর পক্ষথেকে। উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির সভাপতি সাব্বির রহমান, জেলা কমিটির সদস্য আজিবর শেখ, আঞ্চলিক কমিটির সদস্য সঞ্জয় বর্মন, ছাত্রী কনভেনার কাকলি রায় প্রমূখ ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊