Sangbad Ekalavya: ১৯৫২ থেকে শুরু করে প্রতি বছরই পশ্চিমবঙ্গে একটার পর একটা গণআন্দোলন আছড়ে পরেছে। ১৯৫৬ সালের সংযুক্তি বিরোধী আন্দোলন থেকে ১৯৫৮-৫৯ সালের খাদ্য আন্দোলন তাদের মধ্যে অন্যতম। সেদিনের ১লা সেপ্টেম্বর ঐতিহাসিক খাদ্য আন্দোলনের ছাত্র শহীদ স্মরণে আজ নাজির হাট-বড় শাকদল আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বড়শাকদলে সকাল ১১ টায় শ্বেত পতাকা উত্তোলন ও মাল্যদান করাহয় SFI এর পক্ষথেকে।
পতাকা উত্তোলন করেন জেলা কমিটির সদস্য অসীম বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন নাজির হাট-বড় শাকদল আঞ্চলিক কমিটির সম্পাদক কপিল রায়। বড় শাকদল ইউনিট সম্পাদক প্রদীপ বর্মন। সাহেবগঞ্চ ইউনিট সভাপতি একরামুল হক মিঞা, বড় শাক দল অঞ্চল ইউনিট সদস্য অভিজিৎ বর্মন, বিশ্বজিৎ বর্মন সাগর বর্মন প্রমূখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊