Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের বিরুদ্ধে SAT-এ যাচ্ছেন কর্মচারীরা




ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করেছে রাজ্য সরকার। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন প্রায় ২.৮ গুণ বাড়তে চলেছে।  যদিও রাজ্য সরকারের এই ঘোষণায় খুশি নয় সরকারি কর্মীদের একাংশ। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যাচ্ছেন কর্মচারীরা।

কর্মচারীদের ক্ষোভের কারণ, এতদিন রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক ছিল ৬,৬০০ টাকা। এর সঙ্গে ১২৫ শতাংশ ডিএ এবং ১৫ শতাংশ HRA যোগ করে বেতন ছিল ১৫,৮৪০ টাকা। সোমবার অমিত মিত্র যে বেতনবৃদ্ধির ঘোষণা করেছেন, বেসিক, গ্রেড-পের সঙ্গে বেতন একত্রিত করে দেওয়া হল এবং বর্তমান বেসিকের ২.৮ গুণ হবে বর্ধিত বেতন। অর্থাত্‍ ৬,৬০০ টাকা বেসিক পান এমন কর্মচারীর বেতন হবে ১৯,৬০০ টাকা। অর্থাত্‍ বেতন বাড়ল মাত্র ২,৪৮০ টাকা। এই কারণেই একাধিক রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে চলেছে বলে সূত্রের খবর।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code