Latest News

6/recent/ticker-posts

Ad Code

রূপকথার দেশ-শাহীন রায়হান


রূপকথার দেশ
শাহীন রায়হান

ইচ্ছে ছিলো আমার
তার উপরে তিনটি শালিক ছানা
উড়িয়ে নিলো ইচ্ছেটাকে
মেলে ধূসর ডানা।

ওদের ডানায় চড়ে
হারিয়ে গেলাম শেষ বিকেলে
ইছামতীর চরে।

সেথায় রূপকথার এক দেশ
দেশটা জুড়ে ছড়িয়ে আছে
সবুজ আভার বেশ।

গাছে গাছে পাখির কিচিরমিচির
ফুলে ফুলে ফুল পরীদের গাঁও
ইচ্ছে হলে ভাসাই জলে
মনপবনের নাও।

ঘাসের বুকে গঙ্গাফড়িং
ফুলের বুকে অলি
ওদের সাথে যাই হারিয়ে
নানান কথা বলি।

সুখ সুখ সুখের মেলা
রূপ কথার এ দেশে
নীল আকাশে হাওয়ায় হাওয়ায়
মেঘ চলে যায় ভেসে।

আকাশ জুড়ে তারার ঝিকিমিকি
ইচ্ছে হলে দু'হাত দিয়ে ঠেলি
মনে আমার তিনটি শালিক ছানা
রোজ বিকেলে ওদের সাথে খেলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code