Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতীয় জনতা উদ্বাস্তু সেলের জলপাইগুড়ি জেলা কর্মী সম্মেলন এর প্রকাশ্য সভা

প্রীতম দাস, ৮ সেপ্টেম্বর: 
ভারতীয় জনতা উদ্বাস্তু সেল জলপাইগুড়ি কমিটির আমন্ত্রণে অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা কর্মী সম্মেলন এর প্রকাশ্যে সভা।
আজ জলপাইগুড়িতে সকাল ১১ টার সময় রানীনগর এবং বিকেল ৪ টার সময় নবীন সংঘ ময়দান, তালমাতে অনুষ্ঠিত হয়েছে এই প্রকাশ্য সভা।এই প্রকাশ্য সভার আলোচ্য বিষয় ছিল "নাগরিকত্ব বিল ও জাতীয় নাগরিক পঞ্জী সম্পর্কিত আলোচনা সভা"।এই সভায় আমন্ত্রিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডঃ জযন্ত কুমার রায়, কোচবিহারেরর সংসদ নিশীথ প্রামাণিক এবং আলিপুরদুয়ারের সংসদ জন বারলা। এছাড়াও এই সভায় আমন্ত্রিত ছিলেন বিজেপির বিশেষ নেতৃত্বগন। 
এই প্রকাশ্য সভায় বিশিষ্ট ব্যক্তিরা নিজস্ব মত প্রকাশ করেন অনেকে। তাদের মূল বক্তব্য ভারতের বাইরে থেকে আগত অনুপ্রবেশকারী দের এই দেশ থেকে বিতাড়িত করা। এটা তখনই সম্ভব হবে যখন NRC চালু হবে। এছাড়াও সেলের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে প্রচার ও আন্দোলন, আলোচনা সভা এবং বই প্রকাশ করে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code