Latest News

6/recent/ticker-posts

Ad Code

কৃতি সংবধর্না অনুষ্ঠান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের


মধুসূদন রায়, ময়নাগুড়ি, ৮ সেপ্টেম্বর : আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নগরে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে ময়নাগুড়ি কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
ময়নাগুড়ি কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অবজারভার অলক রায় জানায় ময়নাগুড়ি নগরের সমস্ত  কৃতি ছাত্র ছাত্রীদের আজ কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় শ্রী জয়ন্ত রায় মহাশয়, রাজ্য সহ সভাপতি শ্রী আশীষ  মন্ডল মহাশয়, রাজ্য সম্পাদিকা কুমারী রিংকি রায় মহাশয়া। এবং জেলা,বিভাগ ও নগরের বিভিন্ন কার্যকর্তাসমূহ।
 ড: জয়ন্ত রায় ছাত্র ছাত্রীদের কৃতি সংবর্ধনা দিয়ে উৎসাহীত করেছেন বলে জানান ময়নাগুড়ি কলেজের  ABVP সম্পাদক  অলক রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code