Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাথমিক শিক্ষকদের নতুন বেতন কবে কি জানালো সংসদের সভাপতি



সম্ভবত সেপ্টেম্বর মাসেও বর্ধিত বেতন পাওয়া যাবে না, আশঙ্কা করছেন অনেক শিক্ষক। আগেই প্রাথমিক স্কুল শিক্ষক-শিক্ষিকাদের বর্ধিত হারে বেতন দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এমনকি সেই ঘোষণায় বলা হয়ে ছিল, গত অগস্ট মাস থেকে বর্ধিত বেতন কার্যকর করা হবে। কিন্তু তা করা হয়নি।

যদিও এই তথ্য মানতে নারাজ সরকার। এই প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মানস দাস বলেন, "অগস্ট মাস থেকেই শিক্ষক-শিক্ষিকাদের বর্ধিত হারে বেতন দেওয়া হবে। কিন্তু বর্তমানে অনলাইন পদ্ধতিতে বেতন দেওয়ার ব্যবস্থা চালু আছে। তার সিস্টেম আপডেট করতে হবে। এ জন্য কিছুটা সময় লেগে যাচ্ছে। এ নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের ভয় পাবার কিছু নেই।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code