Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্লাস্টিক বোতল ক্রাশ করো-মোবাইল রিচার্জ করো

সৌরভ চক্রবর্তীঃ
ভারতীয় রেল অতি গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত গ্রহণ করছে - আগামী ২ রা অক্টোবর থেকে রেল চত্ত্বরে একবার ব্যবহার্য প্লাস্টিক পড়ে থাকবে না, সেগুলোকে ক্রাশ করে ফেলতে হবে।
এজন্য ৪০০ ক্রাশিং মেসিন বসানো হবে রেলওয়ে ষ্টেশনগুলিতে, আপাতত ১২৮ টা ষ্টেশনে ১৬০ টা ক্রাশিং মেসিন বসানো হয়েছে।
ক্রাশ করা হবে মোবাইল নাম্বার দিয়ে, একটা "কি" পাওয়া যাবে, যা দিয়ে করা যাবে মোবাইল চার্জ, চার্জের বিষয়ে আরও বিস্তৃত জানাবে রেল।
এটা অত্যন্ত গুরুত্বপূরৃণ পদক্ষেপ, শুধু রেল চতৃত্বরই নয়,সার্বিকভাবে সমাজ সচেতনতায় এর প্রভাব হবে ইতিবাচক বলে সাধারণ মানুষ মনে করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code