আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ২6শে সেপ্টেম্বর: 
পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের দ্বিশত বর্ষ জন্মদিবস উদযাপনে করছে সারা রাজ‍্যের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান। বাদ যায়নি ওকড়াবাড়ী উচ্চ বিদ‍্যালয়ও। ২০ই সেপ্টেম্বর থেকে ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত টানা ৭দিন জুড়ে বিদ‍্যাসাগরের জন্মদিন উপলক্ষে নৃত‍্য, কুই্যজ, বিতর্ক ইত‍্যাদি প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও, বিদ‍্যাসাগরের চিন্তা ধারায় সকল ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করছে। বিদ‍্যাসাগরের চিন্তাদ্বারা ঝ মহান এই ব‍্যক্তির জীবনধারা একদিন ধরেই তুলে ধরা হয় ছাত্র ছাত্রীদের সামনে। দ্বিশত জন্ম জয়ন্তী উদযাপনে বেশ আগ্রহে ছাত্রছাত্রীরা বিদ‍্যালয়ে উপস্থিত হয়। ২৬ সেপ্টেম্বরে মহান এই মানুষটিকে স্মরন করে একটি পদযাত্রা করে বিদ‍্যালয় শিক্ষ ক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীরা। বিদ‍্যালয় প্রাঙ্গন থেকে ওকড়াবাড়ী বাজার রংপুর রোড ধরে পরিক্রমা করে পুনরায় পৌঁছায় বিদ‍্যালয়ে। পুনরায় অনুষ্ঠান সাফল‍্য মন্ডিত করতে ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা মহাশয়-মহাশয়াদের ভূমিকা অপরিসীম। বিদ‍্যালয়ের শিক্ষক বিপ্লব রহমান জানায়, যথারীতি ২০ই সেপ্টেম্বর থেকে ক্লাসের ফাঁকে ফাঁকে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচী পালন চলছে। ছাত্র ছাত্রীরা অধীর আগ্রহে এইসকল অনুষ্ঠানে যোগদান করে।