Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্যাসাগর কোচিং সেন্টারের বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন


অনুপম মোদক, নিগমনগরঃ দিনহাটা মহকুমার  সাহেবগঞ্জ  ব্লক এর  অন্তর্গত প্রথম খন্ড লাঙুলীয়া গ্রামে সমাজসেবী সংস্থা  বিদ্যাসাগর কোচিং সেন্টারে উদযাপিত  হলো বিদ্যাসাগরের দ্বি-শততম জন্ম  উৎসব 
সকাল সাড়ে আটটা  নাগাদ কোচিং সেন্টারের ছাত্র ছাত্রী ও শিক্ষক  সহ  পথ পরিক্রমায়  সামিল হন  এরপর  সকাল সাড়ে নয়টা  নাগাদ  মূল অনুষ্ঠান  শুরু  হয়  বিদ্যাসাগর এর  প্রতিক্রিতি তে মাল্যদান  করেন  সেন্টারের  প্রবীণ শিক্ষক  দীপক  পাল মহাশয় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক  দের  ছিলেন নিটোন কুমার রায়, সঞ্জীব কর্মকার, স্বপন বর্মন,  বিশ্বজিৎ  বর্মন।


এছাড়াও নৃত্য, নাটক, গান, আবৃত্তি কুইজ প্রভৃতি  অনুষ্ঠিত হয় 

সবশেষে সভাপতির  মুল্যবান বক্তব্য   দ্বারা  অনুষ্ঠানের  সমাপ্তি ঘোষণা করা  হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code