আরিফ হোসেন, গিতালদহ, ১২ই সেপ্টেম্বর:

দিনহাটার সীমান্তবর্তী এলাকার গিতালদহ উচ্চ বিদ‍্যালয়ে প্রতি বছরের ন‍্যায় এ বছরও অনুষ্ঠিত হলো মিলাদ-উন-নবী উৎসব। এদিন বিদ‍্যালয় প্রাঙ্গনেই মিলাদ-উন-নবী উৎসব অনুষ্ঠানে সকাল থেকেই ছাত্র ছাত্রীরা অধির আগ্রহে উপস্থিত হতে থাকে। প্রায় সকাল ১১টা নাগাদ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের মিলাদ-উন-নবী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ এম এম আজগার হোসেন সাহেব, নবীজীর জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট হর কুমারী উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক আমিনাল হক মহাশয় ও আরও অনেকে। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ‍্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী রনজিৎ কুমার রায় পোদ্দার মহাশয়। এদিনের অনুষ্ঠানে ছাত্র ছাত্রী কর্তৃক তেলাওয়াতে কালাম পাক, প্রতিযোগিতামূলক গজল পাঠ হয়। ছাত্র-ছাত্রীরা অধির আগ্রহ নিয়ে এই অনুষ্ঠান উপভোগ করে। ছাত্র ছাত্রীসহ সকলের উপস্থিতি ছিল নজরকাড়া।