ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোচবিহার জেলা কমিটির ডাকে শান্তি, সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা, নিরাপত্তা ও ঐক্য , কাজের নিশ্চয়তা, ফসলের দাম, কোচবিহার শহরকে হেরিটেজ স্মার্ট শহর এবং এন.আর.সি. নিয়ে ষড়যন্ত্র বন্ধের  দাবিতে আজ বেলা ১ টায় জেলাশাসক দপ্তরে মিছিল করে ডেপুটেশন প্রদান করে। 
আজকের এই মহামিছিলে উপস্থিত ছিলেন-সি.পি.আই (এম) কেন্দ্রীয় কমিটি সদস্য সূজন চক্রবর্তী, জেলা সম্পাদক অনন্ত রায়, সি.পি.আই ( এম)  জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারিনী রায়,   তারপদ বর্মন, তমসের আল,  মহানন্দ সাহা প্রমূখ ।  
বিস্তারিত দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন-