Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহালয়া উপলক্ষ্যে অগ্নিশিখা মুক্তমঞ্চের অঙ্কন প্রতিযোগিতা



সংবাদ একলব্য, ২৯ সেপ্টেম্বর:
মহালয়ার পুণ্যতিথিতে নিগমনগর নিগমানন্দ সরস্বত বিদ্যালয় প্রাঙ্গনে এক বসে আঁকো প্রতিযোগীতার আয়োজন করেছিল অগ্নিশিখা মুক্তমঞ্চ। মোট পাঁচটি বিভাগে প্রায় ৩০০ জনের অধিক প্রতিযোগী- প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিল। শুধু মাত্র ছোটদের বিভাগ (প্রথম শ্রেণী পর্যন্ত) বাদে বাকি সকলের বিষয় ছিল দুর্গাপুজো সম্পর্কিত। 
    প্রতিটি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করার পাশে আরো ২টি নির্বাচিত ছবিকে ভালো বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহনকারী প্রত্যেকের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা।
    মুক্তমঞ্চের পক্ষ থেকে মনোজ দেবনাথ বলেন সকলের মধ্যে অঙ্কন বিষয়ে সচেতনতা ও আগ্রহ বাড়াতেই উৎসবের মুহূর্তে এই আয়োজন। অঙ্কন পর্ব শেষ হলে প্রতিযোগীদের অঙ্কন বিষয়ের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয় যাতে তাদের অনেক সাহায্য করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code