Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ আকাশে উড়বে মোদী ঘুড়ি

সংবাদ একলব্যঃ

৬৯ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঙ্গলবার জন্মদিন উপলক্ষে তিনি তাঁর মায়ের কাছে গুজরাতে রয়েছেন৷ মধ্যাহ্নভোজ সারেন মায়ের সঙ্গেই৷ আশীর্বাদও নেন মায়ের৷

জন্মদিন উপলক্ষে রাজনৈতিক দলের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তাঁর নিজের দল থেকে শুরু করে বিরোধী দলের নেতারা সকলেই কমবেশি জন্মদিন উপলক্ষে ট্যুইট করেছেন৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি রাজ্য জুড়ে সেবা সপ্তাহ শুরু করে দিয়েছে৷ ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই সেবা সপ্তাহ৷ 

বিজেপির তরফ থেকে জানানো হয়, আজ বিশ্বকর্মা পুজো, ঘুড়ির উৎসব। সেই ঘুড়ির উৎসব এবং নরেন্দ্র মোদীজির ৬৯তম জন্মদিনকে উপলক্ষ্য রেখে বিভিন্ন জায়গায় ঘুড়ি বিতরণ করা হয়। ঘুড়িতে একদিকে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে, পাশাপাশি অমিত শাহের ছবি রয়েছে।

বিজেপির এক কর্মী বলেন, ‘‘বাংলার সংস্কৃতি বাংলা থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেই সংস্কৃতি ফিরিয়ে আনতেই বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে নরেন্দ্র মোদীর জন্মদিনে মোদীজির ছবি দেওয়া ঘুড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।’’

আকাশে উড়বে প্রধানমন্ত্রী মোদীর ছবি দেওয়া ঘুড়ি।  রবিবার দক্ষিণ কলকাতার জগুবাবুর বাজার এলাকায় পাঁচশোরও বেশি ছোট ছেলেদের হাতে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ঘুড়ি তুলে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

ঘুড়িতে লেখা রয়েছে – চৌকিদার নরেন্দ্র মোদী। অবশ্য সেবা শপথ সপ্তাহে এটি জনসংযোগ অভিযানের অঙ্গ হলেও, বাংলায় আবার তার পরের দিনই অর্থাৎ আজ বিশ্বকর্মা পুজো। তাই তাকে কেন্দ্র করেও এই ঘুড়ি বিতরণের কর্মসূচি পালন করছেন বঙ্গ বিজেপির নেতারা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code