Latest News

6/recent/ticker-posts

Ad Code

মানবতার অবক্ষয়ে- মোঃ আব্দুল্লাহ আল মামুন














মানবতার অবক্ষয়ে
মোঃ আব্দুল্লাহ আল মামুন

হে কবি,
মানবতার অবক্ষয়ে তোমার কলম কী যায় লড়ে?
কালের দীর্ঘশ্বাস উপড়ে ফেলে,
অশনীর বাঁকা চোখে কী ধেয়ে আসে?
প্রতিবাদের ক্ষুধা পেলে।
আজ আধারে নিথর দেহের নোনা স্রোতে,
মুখ থুবড়ে মরে আছে কাঙালী,
অন্ধকার ডানা মেলেছে ভিন্ন মোড়কে,
বুকের বোতামের নিথরে ক্ষত হচ্ছে বাঙালী।
হে কবি,
কালের বিপর্যয়ে তুমি কী নেমে আসো
উপমেয় শঙ্খচিলের মত?
বিদ্রোহীর কলমের কালিতে ভেসে
তুমি কী পাঠ কর কবিতা শত শত??
তুমি কী নিশির অক্ষী স্নানের বাহন হবে?
মুখ লুকিয়ে কাদবে তোমার বুকে
নাকি প্রতিবাদে মুখরিত হয়ে
পরাধীনতার কবিতা লিখে যাবে মাথা না নুওয়ে??

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code