Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চবর্ণের যুবতীর সঙ্গে প্রেমের জেরে দলিত যুবককে পুড়িয়ে মারার অভিযোগ








২২ বছরের দলিত যুবক মনু কুমার তার চেয়ে এক বছরের ছোট এক তরুণীর প্রেমে পড়েছিল। সেই তরুণী উচ্চবর্ণের। শনিবার রাতে যুবকটিকে ঘরের ভিতরে আটকে আগুন দেয় তরুণীর পরিবারের লোকজন।  
মৃতের বান্ধবী ও পরিবারের আরও দু'জনকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি উত্তরপ্রদেশের হরদোই জেলার। অভিষেকের মৃত্যুতে আঘাত পেয়ে তাঁর মা-রামবেতি দেবীও মারা গিয়েছেন বলে জানা গেছে। জানা যায় অভিষেকের সঙ্গে ছ'বছর ধরে ওই তরুণীর সম্পর্ক ছিল। নিহত যুবকের কাকা অবশ্য জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের সঙ্গে তরুণীর পরিবারের শত্রুতা ছিল। মৃতের কাকা রাজু বলেন, তরুণীর আত্মীয়রা প্রথমে তাঁর ভাইপোকে মারধর করে। পরে একটা ঘরে আটকে আগুন দিয়ে দেয়। মনুর কাছে যে টাকা ছিল তাও তরুণীর আত্মীয়রা কেড়ে নিয়েছে। হরদোইয়ের পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী জানান, মনুর চিত্‍কার শুনে প্রতিবেশীরা দৌড়ে এসেছিলেন। তাঁরা জ্বলন্ত ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রেফার করা হয় লখনৌ হাসপাতালে। কিন্তু রবিবার তিনি মারা যান। সোমবার পুলিশ সেই তরুণী ও তাঁর কাকা-কাকিমাকে গ্রেফতার করে। দুই প্রতিবেশীর বিরুদ্ধেও হত্যাকারীদের সাহায্য করার অভিযোগ আছে। কিন্তু তারা গা ঢাকা দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code