Sangbad Ekalavya:
শিক্ষক দিবসের প্রাক্‌মুহূর্তে বর্তমান ও আনন্দবাজার পত্রিকার সম্পাদককে চিঠি প্রাথমিক শিক্ষকদের। হ্যা, এমনি একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বেতন নিয়ে সংবাদপত্র গুলোতে লেখার দরুন বাজারে জিনিসপত্র কিনতে গিয়ে বেশি টাকা চাইছে দোকানদার। যার ফলে বেশি বেতন না পাওয়ায় অসুবিধায় পড়েছেন প্রাথমিক শিক্ষকরা। এই বিষয়েই চিঠি লিখেছেন। কিন্তু কে লিখেছেন, কবে লিখেছেন তা ঠিক জানা যায়নি, চিঠিটিতে।  তবে শিক্ষক দিবসের প্রাক্‌মুহূর্তে চিঠিটি ভাইরাল হয়েছে। আসুন দেখে নেই কি লেখা এই চিঠিটিতে- 

"মাননীয়,
চিফ এডিটর,
বর্তমান,আনন্দবাজার পত্রিকা,

মাননীয়,
এই মাসের বেতন পেয়েছি।।৮০০০ ও বাড়েনি, ২৯০০০ ও হয়নি।। তাই খুব দুর্দশায় আছি।।আপনারা এবার একটু পেপারে লিখে জানিয়ে দিন, দোকানদাররা ভুল ভেবে বেশি টাকা চাইছে।

বঞ্চিত প্রাথমিক শিক্ষক।।"