আনারুল ইসলাম প্রামাণিক,চ্যাংরাবান্ধা ঃ

ভারত বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক বানিজ্যিক বাজার চ্যাংরাবান্ধা যার উপর দিয়ে দিয়ে চলছে প্রতিদিন কয়েক কোটি টাকা টাকার লেনদেন। ভারতীয় রাজস্ব দপ্তর সুত্রে খবর এক দিনে কয়েক লক্ষাধিক রাজস্ব আদায় হয়, হটাৎ চ্যাংরাবান্ধা সীমান্তে দিয়ে অনিদিস্ট কালের জন্যে ব্যাবসা বন্ধের সংকেত আসে। জানা যায় অতিরিক্ত পন্যবাহী ট্রাকে মালামাল যাতায়াতের ফলে রাস্তার অবস্থা কঙালসার যার ফলে মেরামত করতে সময় লাগবে সেই কারণে বাংলাদেশ থেকে ব্যবসা বন্ধের সংকেত মেলায় বিপাকে পড়লেন ভারতীয় হাজারো ট্রাক মালিক ও চালক এবং শ্রমিক রা।
শনিবার থেকে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ভারত-বাংলাদেশ এবং ভুটান-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য। এই বিষয়ে কী বললেন চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ভরত প্রসাদ গুপ্তা। তিনি জানান এক দিন গাড়ি বসে থাকা মানে বিশাল ক্ষতির শিকার তার উপর আবার লোডিং গাড়ি এতে উভয় দেশের ব্যাবসায়ীদের চরম ক্ষতি তো বটে, তা হাজার হাজার শ্রমিকদের কেও ক্ষতির শিকার হতে হচ্ছে, তবে আমরা বাংলাদেশের সংকেত পেলেই  ব্যবসা চালু হয়ে যাবে, সাময়িক তো ক্ষতি স্বিকার করতেই হবে। তবে বাংলাদেশ থেকে আশ্বাস মেলে খুব দ্রুত গতিতে রাস্তা মেরামতের চেষ্টা চলছে বলে সুত্রে খবর।