বিশ্বজিৎ বর্মনঃ
অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ নিয়ে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি এতদিন থেকে যে আন্দোলন করে আসছে আজ তার প্রভাব পড়ল কলকাতার রাজপথে । আজ গোটা রাজ্য জুড়েই জোটবদ্ধ ভাবে আন্দোলনে সামিল হয়েছে সংগঠিত ছাত্রছাত্রী ও গবেষক মঞ্চ। তারা এই তুঘলকি ব্যবস্থার পরিবর্তনের জন্য অবশ্য অনেক আগেই থেকেই বিক্ষোভ প্রদর্শন শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয় গুলিতে। ছাত্রছাত্রীদের অভিযোগ SACT পদকে স্থায়ী ভাবে নিয়োগ শুধুই নিয়মবিরুদ্ধই নয়, এটা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সাথে ঘোরতর অবিচার।
গত ১৯আগস্ট রাজ্য সরকার অতিথি শিক্ষকদের স্থায়ীকরনের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীঘোষণায় জানান, 'PTT, CWTT, GUEST TEQCHER এখন থেকে govt approved college teacher' এবং তাদের
বেতনক্রম
'Category A - UGC qualified with above 10 years-30000/-,
UGC qualified below 10 years-26000/-.
Category B-
UGC non - qualified above 10years - 20000/-,
UGC non - qualified
below 10 years- 15000/-'
এছাড়াও
৬০ বছর স্থায়ী,
প্রতিবছর ৩% ইনক্রিমেন্ট এবং
৩ লাখ graduity'র সুবিধা তারা পাবেন। মমতা ব্যানার্জীর এই ঘোষণার পর প্রতিবাদ ঝড় ওঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও NET/SET qualified ছাত্রছাত্রীদের মধ্যে।চলতি মাসেই যখন আবার নতুন করে Higher Education Office থেকে পার্সোনাল ডকুমেন্টস আপলোড করতে নির্দেশ দেয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষকে, আবার গবেষক ও NET/SET উত্তীর্ণ ছাত্রছাত্রীরা নেমে পরেন প্রতিবাদ মিছিলে।প্রতিবাদের কারণ জানতে চাইলে ছাত্রছাত্রীরা জানিয়েছেন,
'এইভাবে UGC'র গাইডলাইন না মেনে অতিথি শিক্ষকদের স্থায়ী করলে কলেজ সার্ভিসের মাধ্যমে যে শূন্যপদ পূরণ করা হবে আগামীতে,সেই পদের সংখ্যা কমে যাবে।এতে যোগ্য প্রার্থীদের সুযোগ কমে যাবে।' এবং তারা আরও বলেন 'আমরা বেতন বৃদ্ধির পক্ষে কিন্তু UGC'র গাইডলাইন না মেনে যে স্থায়ীকরনের নামে অনিয়ম হচ্ছে, সেই অনিয়মের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ মিছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊