স্পর্শ
ফিরোজ হক্
মেঘ তোমার কোলে মাথা রেখে পার করেছি কত নদী
পাহাড় পথ ঘাট এভারেস্টশৃঙ্গ
গলার স্বরে অঙ্কন করেছি কত গান
তোমার চোখ দিয়ে আবিষ্কার করেছি সততার সভ্যতা
হাতের উষ্ণ স্পর্শে খুঁজে পেয়েছি সুখ
শরীরের মধ্যে বয়ে চলা ঝড়গুলি ম্লান হয়েছে তোমার চাহনিতে...
মেঘ,তোমার সঙ্গে আমার যে মিলন
সেই মিলনের প্রতীক্ষা,অনুভূতি
আমাকে সুখ দেয়।
তোমায় নিয়ে বৃহত্তর স্বপ্ন দেখলেও
হারিয়ে যাওয়ার ভয় প্রতিমূহির্তে আমাকে পেয়ে বসে।
খাবলে খাবলে খায়
মাথা থেকে পা পর্যন্ত
তারপর তোমার স্পর্শ সব ধুয়ে মুছে একাকার করে দেয়।
ফিরোজ হক্
মেঘ তোমার কোলে মাথা রেখে পার করেছি কত নদী
পাহাড় পথ ঘাট এভারেস্টশৃঙ্গ
গলার স্বরে অঙ্কন করেছি কত গান
তোমার চোখ দিয়ে আবিষ্কার করেছি সততার সভ্যতা
হাতের উষ্ণ স্পর্শে খুঁজে পেয়েছি সুখ
শরীরের মধ্যে বয়ে চলা ঝড়গুলি ম্লান হয়েছে তোমার চাহনিতে...
মেঘ,তোমার সঙ্গে আমার যে মিলন
সেই মিলনের প্রতীক্ষা,অনুভূতি
আমাকে সুখ দেয়।
তোমায় নিয়ে বৃহত্তর স্বপ্ন দেখলেও
হারিয়ে যাওয়ার ভয় প্রতিমূহির্তে আমাকে পেয়ে বসে।
খাবলে খাবলে খায়
মাথা থেকে পা পর্যন্ত
তারপর তোমার স্পর্শ সব ধুয়ে মুছে একাকার করে দেয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊