Latest News

6/recent/ticker-posts

Ad Code

২১শে জুন- দীপ্তেষ দাস




















২১শে জুন
দীপ্তেষ দাস 


আজকে, বহুদিন বাদে কৃষ্ণচূড়া গাছটার দিকে প্রায় অনেকক্ষণ এক মনে চেয়েছিলাম,
মনে হলো, একটা হলদেটে আস্তরণ যেন শহুরে অট্টালিকার কৃত্রিম সৌন্দর্য্য টাকে ক্রমশ ঠেলে দিচ্ছে সবুজের দিকে!
রাস্তার এপাশ থেকে ওপাশ যেনো হলুদ আর সবুজের অলঙ্কারে অলংকৃত!
কালো ধোঁয়ার ধিক্কারে,
কৃষ্ণচূড়া আজ ভয় পায় না!
শহুরে কোলাহল বনাম পাতা ঝরার শব্দ,
কিংবা ট্র্যাফিক বনাম শালিক,
উভয়েই কাকতলীয় ঘটনা!
বাবার সাইকেলে চেপে স্কুলফেরত সেই ছোট্ট মেয়ে টি আজ পরীক্ষায় লিখে আশা রচনার নাম দিয়েছে 'স্বপ্নের পৃথিবী'!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code