Latest News

6/recent/ticker-posts

Ad Code

বামপন্থী ছাত্র-যুবদের নবান্ন অভিযানে পুলিশের আক্রমণের প্রতিবাদে ধিক্কার মিছিল দিনহাটায়











সংবাদ একলব্যঃ 

গতকাল "কম খরচে শিক্ষা, শিক্ষান্তে কাজ ও রাজ্যে শিল্পায়নের" দাবিতে  বামপন্থী ছাত্র-যুবদের সিঙ্গুর থেকে নবান্ন অভিযানে পুলিশের আক্রমণের প্রতিবাদে আজ ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় দিনহাটায়। উপস্থিতি ছিলেন C.P.I (M) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন, SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, প্রবীর পাল, দেবাশীষ দেব, গৌরাঙ্গ পাইন, অভিনব রায়, টুটুল সরকার, যুবলীগ দিনহাটা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দাস,সম্পাদক রওশন হাবিব,কোচবিহার জেলা কমিটির সদস্য জয় গুহ, ফরওয়ার্ড ব্লকের পূর্ব লোকাল কমিটির সম্পদক বিকাশ মন্ডল এবং AIFB পূর্ব লোকাল এর সদস্য অমিত কুন্ডু প্রমুখ।
বিস্তারিত ভিডিওতে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code