Sangbad Ekalavya:
আজ সারা ভারতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সারম্বড়ে পালিত হল শিক্ষক দিবস।  একই সাথে দেওয়ানহাট মহাবিদ্যালয়ে ছাত্র সংগঠন এবিভিপির উদ্যোগে শিক্ষক দিবস পালন হল। উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক অখিল ঘোষ, অধ্যাপিকা দীপ্তি রায় সহ অন্যান্য অধ্যাপক। অধ্যাপক অখিল ঘোষ জানান- "অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যে শিক্ষকদিবসের আজকে আয়োজন করলো এটা সত্যিই সুন্দর এবং এতো বড়ো আয়োজন তারা এই কয়দিনে যে করতে পেরেছে এটা সত্যিই প্রশংসার যোগ্য।' এবিভিপির দেওয়ানহাট কলেজ ইউনিটের কর্মকর্তা শুভম মোদক জানান- 'আজ শিক্ষকদিবসে আমাদের ছাত্র সংগঠন কলেজের শ্রদ্ধেয় অধ্যাপকদের বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেছে গান, নাচ,কবিতার মধ্যদিয়ে।' বিস্তারিত দেখুন ভিডিওতে-