বিজ্ঞাপনঃ 

অঙ্কন প্রতিযোগিতা
(Class I – Class Xii)
অঙ্কন প্রতিযোগিতায় সেরা বিবেচনার জন্য শ্রেণিগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে- ১) প্রথম থেকে চতুর্থ শ্রেণি, ২) পঞ্চম থেকে অষ্টম শ্রেণি, ৩) নবম থেকে দ্বাদশ শ্রেণি।
প্রতিটি বিভাগের প্রথম তিনজন সেরা নির্বাচিত করা হবে।
সেরা ৩জন কে- ১) শংসাপত্র, ২) স্মারক, ৩) উপহার প্রদান করা হবে।
ফি=৩০ টাকা
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কেবল অঙ্কন কাগজ প্রদান করা হবে। বাকি সমস্ত প্রয়োজনীয় উপকরন নিজেকে নিয়ে আসতে হবে।
আবৃত্তি  প্রতিযোগিতা
(Class I – Class Xii)
আবৃতি প্রতিযোগিতায় সেরা বিবেচনার জন্য শ্রেণিগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে- ১) প্রথম থেকে চতুর্থ শ্রেণি, ২) পঞ্চম থেকে অষ্টম শ্রেণি, ৩) নবম থেকে দ্বাদশ শ্রেণি।
প্রতিটি বিভাগের প্রথম তিনজন সেরা নির্বাচিত করা হবে।
সেরা ৩জন কে- ১) শংসাপত্র, ২) স্মারক, ৩) উপহার প্রদান করা হবে।
হাতের লেখা প্রতিযোগিতা
(Class I – Class Xii)
হাতের লেখা প্রতিযোগিতায় সেরা বিবেচনার জন্য শ্রেণিগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে- ১) প্রথম থেকে চতুর্থ শ্রেণি, ২) পঞ্চম থেকে অষ্টম শ্রেণি, ৩) নবম থেকে দ্বাদশ শ্রেণি।প্রতিটি বিভাগের প্রথম তিনজন সেরা নির্বাচিত করা হবে।
সেরা ৩জন কে- ১) শংসাপত্র, ২) স্মারক, ৩) উপহার প্রদান করা হবে।
কবিতা লিখন প্রতিযোগিতা
নির্বাচিত কবিতাগুলি নিয়ে একটি কাব্য সংকলন প্রকাশ করা হবে। বইয়ে আই এস বি এন নম্বর থাকবে। সার্কেল সংস্থার বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (সার্কেল অ্যাওয়ার্ড ২০১৯)  সংবর্ধনা দেওয়া হবে।
নিয়ম- শ্রেষ্ঠ ৩টি কবিতার কবিকে – ১) শংসাপত্র, ২) স্মারক, ৩) বই, ৪) উপহার দেওয়া হবে।
১. একজন লেখক ১টি মাত্র লেখাই পাঠাতে পারবে।
২. কবিতাটি ২৪ লাইনের মধ্যে সীমাবদ্ধ হতে হবে।
৩. বানান বিধির উপর বিশেষ নজর দেবেন।
৪. কবিতা পাঠাতে হবে মেইল বডিতে টাইপ করে।
৫. কবিতা নির্বাচিত হওয়ার পর ৩০০ টাকা জমা করতে হবে।
৬. লেখককে ২টি বই দেওয়া হবে।
৭. বই ডাকযোগে নিতে হলে খরচ কবিকেই বহন করতে হবে।
লেখা পাঠাবেন-circleeditor@gmail.comএ।
বা , ডাকযোগে
 CIRCLE
P.O.: BALAKANDI
OKRABARI, DINHATA, COOCH BEHAR, 736135
সাথে ১টা ছবি ও সংক্ষিপ্ত ঠিকানা
প্রবন্ধ প্রতিযোগিতা
নির্বাচিত প্রবন্ধগুলি নিয়ে একটি  প্রকাশ করা হবে। বইয়ে আই এস বি এন নম্বর থাকবে। সার্কেল সংস্থার বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (সার্কেল অ্যাওয়ার্ড ২০১৯)  সংবর্ধনা দেওয়া হবে।শ্রেষ্ঠ ৩টি লেখার লেখককে – ১) শংসাপত্র, ২) স্মারক, ৩) বই, ৪) উপহার দেওয়া হবে।
নিয়ম-
১. একজন লেখক ১টি মাত্র লেখাই পাঠাতে পারবে।
২. ১২০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ হতে হবে।
৩. বানান বিধির উপর বিশেষ নজর দেবেন।
৪. প্রবন্ধ পাঠাতে হবে মেইল বডিতে টাইপ করে।
৫. নির্বাচিত হওয়ার পর ১২০০ টাকা জমা করতে হবে।
৬. লেখককে ২টি বই দেওয়া হবে।
৭. বই ডাকযোগে নিতে হলে খরচ লেখককেই বহন করতে হবে।
৮. প্রবন্ধের বিষয়- ১৮ বছরের নিম্নে- সমাজ সেবক বিদ্যাসাগর
১৮ বছরের ঊর্ধ্বে- নারীকল্যানে বিদ্যাসাগর
লেখা পাঠাবেন-circleeditor@gmail.comএ।
বা , ডাকযোগে
 CIRCLE
P.O.: BALAKANDI
OKRABARI, DINHATA, COOCH BEHAR, 736135
সাথে ১টা ছবি ও সংক্ষিপ্ত ঠিকানা


ক্যুইজ প্রতিযোগিতা
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী গ্রুপকে ১) শংসাপত্র, ২) স্মারক, ৩) উপহার দেওয়া হবে।
নিয়ম-
১. কুইজ প্রতিযোগতায় অংশগ্রহণ কারীর বয়স হতে হবে ১৩ বছর থেকে ১৮বছর বয়স।
২. প্রত্যেক গ্রুপের সদস্য সংখ্যা ৩ জন।
৩. প্রত্যেক গ্রুপকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।
সেরা ৩জন কে- ১) শংসাপত্র, ২) স্মারক, ৩) উপহার প্রদান করা হবে।
নৃত্য প্রতিযোগিতা
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী গ্রুপকে ১) শংসাপত্র, ২) স্মারক, ৩) উপহার দেওয়া হবে।
নিয়ম-
১. কুইজ প্রতিযোগতায় অংশগ্রহণ কারীর বয়স হতে হবে ১৩ বছর থেকে ১৮বছর বয়স।
২. নৃত্য একক হতে পারে বা গ্রুপ হতে পারে।
৩. প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।
সেরা ৩জন কে- ১) শংসাপত্র, ২) স্মারক, ৩) উপহার প্রদান করা হবে।
বিতর্ক প্রতিযোগিতা
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী গ্রুপকে ১) শংসাপত্র, ২) স্মারক, ৩) উপহার দেওয়া হবে।
নিয়ম-
১. কুইজ প্রতিযোগতায় অংশগ্রহণ কারীর বয়স হতে হবে ১৩ বছর থেকে ১৮বছর বয়স।
২. প্রত্যেক গ্রুপের সদস্য সংখ্যা ৩ জন।
৩. প্রত্যেক গ্রুপকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফি বাবদ ১৫০ টাকা জমা দিতে হবে।
সেরা ৩জন কে- ১) শংসাপত্র, ২) স্মারক, ৩) উপহার প্রদান করা হবে।