Sangbad Ekalavya: 

চাঁদের পৃষ্ঠে অবস্থান করছে চন্দ্রযান-২  এবং তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, রবিবার জানালেন ইসরো (ISRO) প্রধান কে শিভান ( K Sivan)। শনিবার মধ্যরাতে চন্দ্রযান-২ এর ল্যান্ডার যোগাযোগ বিচ্ছ্ন্ন হয়ে যায়। তার একদিন পরেই এ খবর শোনালেন তিনি। ইসরো প্রধানের মন্তব্য উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, “আমরা চাঁদের পৃষ্ঠে বিক্রম ল্যান্ডারের অবস্থান খুঁজে পেয়েছি, ল্যান্ডারের একটি থার্মাল ইমেজ সংগ্রহ করেছে অরবিটার। তবে এখনও পর্যন্ত কোনও যোগাযোগ করা যায়নি। আমরা যোগাযোগের চেষ্টা করছি। খুব দ্রুতই যোগাযোগ করা যাবে”। শনিবার ভোররাতে চাঁদে দক্ষিণ মেরুতে পৌঁছানোর কথা ছিল চন্দ্রযান-২ এর।













ANI এর তথ্য সংযোজিত হয়েছে