চ্যাংরাবান্ধা। আনারুল ইসলাম প্রামাণিক
আজ কোচবিহার জেলা শাসকের নিকট ১৫ দফা দাবি জানিয়ে ডেপুটেশন দিলেন জেলা সি এফ কর্মিরা। তারা জানান দুই বছার ধরে তারা একটানা নিসার্থক ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। নির্মল বাংলা থেকে স্বচ্ছ ভারত অভিযান এমন কি গান্ধিগিরি ভুমিকাটিও তাদের দ্বারা করিয়ে নেওয়া হয়। আজ তারা তাদের স্থায়ী করন, কাজের দাবি নূন্যতম তম সন্মানিক ভাতা ১৮ হাজার এবং গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিয়োগ করতে হবে, জেলা সভাপতি নারায়ণ চন্দ্র সরকার,ও জেলা সম্পাদক তাপস চন্দ্র দেবনাথ জানান আমরা বেকার, এই বেকারত্ব জ্বালা মিটাতে সি এফ এর কাজে নেমে পড়ি, বিনিময় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। যে ভাবে কাজ করিয়ে নেওয়া হচ্ছে সে তুলনায় আমরা ন্যায্য অধিকার বা পাওনা থেকে বঞ্চিত। তাই আজ কোচবিহার জেলা সি এফ এসোসিয়েশন এর পক্ষ্যে থেকে ১৫ দফা দাবি পেশ করি। জেলা শাসক আমাদের দাবি পত্র গ্রহণ করেছেন এবং বিষয় টা নিয়ে উর্ধতন কর্মকর্তাকে জানাবেন বলে কমিটির সম্পাদক তাপস চন্দ্র দেবনাথ জানান।